রাজনৈতিক দলগুলোর কাছে হাওয়ার্ডের সহকারী অধ্যাপক গালিবের প্রত্যাশা
আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১০:৩৬ পিএম

রাজনৈতিক দলগুলো ভাল কাজে প্রতিযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
রোববার রাতে নিজের ফেসবুকের এক পোস্টে তিনি এ আশা প্রকাশ করেন।
ড. মির্জা গালিব লেখেন, জামায়াত ধীরে ধীরে একটা গণমুখী রাজনীতির দিকে আগাচ্ছে। সততা ও জবাবদিহিতার একটা বেটার স্ট্যান্ডার্ড তৈরি করতে চাইতেছে।
যেমন, তারা প্রকাশ্য ঘোষণার মাধ্যমে বলছে—তাদের সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, সরকার থেকে পাওয়া প্রতিটি টাকার হিসাব জনসম্মুখে তুলে ধরবেন। কোনো নেতা মেয়র নির্বাচিত হলে তিনি নদীতে গিয়ে গোসল করবেন—এই প্রতীকী পদক্ষেপের মাধ্যমে নদীর পানি পরিষ্কার রাখার দায়বদ্ধতা তৈরি করতে চান।
এইটা খুবই ভাল ডেভালপমেন্ট। এইরকম পাবলিক পলিসির কমিটমেন্ট যেহেতু জনসমক্ষে আসতেছে, পরবর্তীতে আমরা নাগরিক এক্টিভিজমের জায়গা থেকে হিসাব নিতে পারব যে তাদের কথার কতটুকু বাস্তবায়ন হচ্ছে। অন্যান্য দলগুলো কি কি কমিটমেন্ট করতেছে তার সাথেও আমরা তুলনা করতে পারব।
আমরা চাই, বাংলাদেশের রাজনীতি এমন একটি জায়গায় পৌছাক, যেখানে রাজনৈতিক দলকে তার পরিকল্পনা এবং প্রতিশ্রুতির ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এবং এক রাজনৈতিক দল আরেক দলের সাথে ভাল কাজে প্রতিযোগিতা করবে।
আপনার মূল্যবান মতামত দিন: