আ.লীগ পরিকল্পিতভাবে গণতন্ত্র ধ্বংস করেছে: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫ ১২:০৭ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। কোন জবাবদিহিতা ছিলো না। লুটপাট হয়েছে চরমভাবে।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান রাষ্ট্রকাঠামো ও অর্থনীতির গুণগত পরিবর্তন করা দরকার। তবে তা একদিনে সম্ভব নয়।
ফখরুল বলেন, মার্কিন বাণিজ্য শুল্ক বাংলাদেশকে বড় ধরনের বিপদে ফেলতে যাচ্ছে। এ থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষভাবে অলোচনা করা জরুরি।
আপনার মূল্যবান মতামত দিন: