২০২৬ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটে অংশগ্রহণে জনসচেতনতা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ১৪:০১ পিএম

মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া, পটুয়াখালীঃ ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোটে অংশগ্রহণ ও হ্যাঁ ভোট প্রদানের লক্ষ্যে জনগণকে উদ্বুদ্ধ করতে এক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সহকারী ঔষধ প্রশাসক সিকদার কামরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ডাক্তার মোঃ ইব্রাহিম খলিল এবং সাধারণ সম্পাদক মোঃ জাহিদ তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যনির্বাহী সদস্যসহ সংগঠনের সর্বস্তরের সদস্যবৃন্দ।
 
বক্তারা তাঁদের বক্তব্যে গণতন্ত্র সুদৃঢ় করতে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে সক্রিয় অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর