খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫ ০৩:১২ এএম

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতলে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমি ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছেন।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের জামায়াত আমির বলেন, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার ডায়ালাইসিস চলছে। তিনি চিকিৎসা নিতে পারছেন। তার এমন সংকটময় পরিস্থিতি আগে কখনো হয়নি। আমরা দোয়া করি, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। তার পরিবারকে ধৈর্য ধারণের জন্য দোয়া করি। আল্লাহ তাকে রহম করুন।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। 

রাত সাড়ে ৮টার পর প্রথমে হাসপাতালে আসেন সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধান। তারা চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। রাত ৯টার কিছুক্ষণ পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান হাসপাতাল ত্যাগ করেন। এরপরই হাসপাতালে আসেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।  

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া। শ্বাসকষ্ট দেখা দেয়ায় গত ২৩ নভেম্বর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর