"আদর্শ শিক্ষকদের শিক্ষা দান” জাতি পূনর্গঠনের পথে এগিয়ে নেয়ার শ্রেষ্ঠ উপহার: মোবারক হোসাইন
মোহাম্মদপুর থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
আদর্শ শিক্ষকরা শুধু পাঠ্যসূচি শেষ করেন না-তাঁরা মানুষের অন্তর্নিহিত মানবিকতা, নৈতিকতা ও সৎ মূল্যবোধকে জাগ্রত করেন। তাঁদের প্রতিটি কথা, দিকনির্দেশনা ও প্রেরণা থেকেই জন্ম নেয় একটি জাতির ভবিষ্যতের মজবুত ভিত্তি।
ঢাকা-১৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা মোঃ মোবারক হোসাইন মোহাম্মদপুর থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “সত্য, ন্যায়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলো শিক্ষার্থীদের হৃদয়ে প্রজ্জ্বলিত করাই একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব। এই শিক্ষকদের হাতেই গড়ে ওঠে ভবিষ্যৎ সমাজ; তাদের গড়ে দেওয়া প্রতিটি শিক্ষার্থীই দেশের জন্য একটি সম্ভাবনা ও আশার প্রদীপ।”
তিনি আরও বলেন, “আদর্শ শিক্ষকদের সৎ শিক্ষা ও দিকনির্দেশনাই একটি জাতিকে পূর্ণতার পথে এগিয়ে নেওয়ার শ্রেষ্ঠ উপহার, যা প্রজন্ম থেকে প্রজন্মকে উন্নতির পথে নেতৃত্ব দেয়।”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদপুর মধ্য থানার উদ্যোগে মহানগরী মজলিসে শূরা সদস্য মোঃ মশিউর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়, বেঙ্গলি মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ এবং বাইতুল ফজল মাদ্রাসা পরিদর্শন করে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোবারক হোসাইন আরও বলেন, “বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে। নলেজ-ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে পারলে জাতি আবার দৃঢ়ভাবে দাঁড়াতে পারবে। যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, তবে শিক্ষা ব্যবস্থার সংস্কারসহ পূর্ণাঙ্গ জাতি গঠনে সর্বোচ্চ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।”
শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক ডা. মোঃ শফিউর রহমান, এডভোকেট আজহার মুন্সী, বৈজ্ঞানিক মোহাম্মদ ফজলুল হক, ইবনে সিনা ট্রাস্টের অন্যতম সদস্য মোঃ ফজলুল হক এবং বিশিষ্ট সমাজসেবক জনাব হুমায়ুন কবিরসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মূল্যবান মতামত দিন: