খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গোলখালীতে দোয়া মাহফিল।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

মো:জহিরুল ইসলাম চয়ন,পটুয়াখালী প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গলাচিপা উপজেলার গোলখালীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ( ২ ডিসেম্বর)  বাদ আসর হরিদেবপুর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ছত্তার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মাসুম বিল্লাহ,উপজেলা বিএনপি। 
 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হরিদেবপুর 
ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-কোষাধক্ষ্য খন্দকার মনিরুজ্জামান মাসুদ, 
গোলখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি গফুর মোল্লা, নুর হোসেন মাঝি,সহ-সভাপতি ইউনিয়ন বিএনপি,  আতাউর খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির খান, কৃষক দলের সভা-পতি আ.রাজ্জাক মোল্লা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. হাদি, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব প্রমুখ।
 
এ সময় মিলাদ শেষে নেতারা  বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এ অবস্থা দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
 
আমরা তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অবদান স্মরণ করছি এবং আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি। সেই সঙ্গে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি দ্রুত ফিরে আসবেন এই প্রত্যাশাও ব্যক্ত করছি।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর