ডিইউজে’র সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম পুনঃনির্বাচিত

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫ ২১:১২ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ৯:১৭ পিএম

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি পদে মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে খুরশীদ আলম পুনঃনির্বাচিত হয়েছেন। তারা তাদের পরবর্তী পূর্ণ মেয়াদের জন্য বর্তমান পূর্ণাঙ্গ কমিটির নেতৃত্ব দেবেন।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মত অনুমোদনের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি রফিক মুহাম্মদ, খন্দকার হাসনাত করিম ও রাশেদুল হক, যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম দিদার, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রফিক লিটন, জনকল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ এবং নির্বাহী সদস্যরা আছেন।

সভায় সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম এবং কর্ম অধিবেশনে সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার। বিএফইউজে ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর