গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ধাপে ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে আজ

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ১১:০৭ এএম

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পঞ্চম ও চূড়ান্ত পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম আজ শেষ হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থীদের রোববার (২৭ জুলাই) বিকেল ৩টার মধ্যে মূল কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্য দিয়ে এবারের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

এর আগে, গত ২৫ জুলাই দুপুর ১২টা থেকে শুরু হয় পঞ্চম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া। অনলাইনে আবেদন করে ভর্তি ফি বাবদ ৫ হাজার টাকা পরিশোধের সুযোগ ছিল ২৬ জুলাই (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে শুধুমাত্র ফি পরিশোধ করলেই ভর্তি নিশ্চিত হবে না। কাগজপত্র জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র আজ (২৭ জুলাই) বিকেল ৩টার মধ্যে গুচ্ছভুক্ত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে সরাসরি জমা দিতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। একইসঙ্গে ভবিষ্যতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে এমনকি কোটার আওতায়ও ভর্তি হওয়ার সুযোগ থাকবে না।

আর ভর্তি বাতিল করতে ইচ্ছুক কোনো শিক্ষার্থীকে সশরীরে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবেদন করতে হবে, যেখানে সে মূল কাগজপত্র জমা দিয়েছে। তবে অনলাইনে ভর্তি বাতিলের কোনো ব্যবস্থা রাখা হয়নি। আর একবার ভর্তি বাতিল হয়ে গেলে পরবর্তী সময়ে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব হবে না।

এছাড়া প্রাথমিক ভর্তি চলাকালে শিক্ষার্থীরা ‘Stop All Migration’ বা ‘Stop University Migration’ অপশন বেছে নিলে মাইগ্রেশনের সুযোগ সীমিত হয়ে যাবে। ‘Stop All Migration’ করলে শিক্ষার্থী কেবলমাত্র বর্তমানে ভর্তি হওয়া বিভাগেই থাকতে পারবেন, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে বা বিভাগে স্থানান্তর সম্ভব হবে না। আর মাইগ্রেশন বন্ধ করলে বর্তমানে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ের পছন্দক্রম অনুযায়ী বিভাগ পরিবর্তনের সুযোগ থাকলেও অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর হবে না।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর