সুদিনের সম্ভাবনা দেখছেন আন্দালিব রহমান পার্থ

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫ ২৩:০৪ পিএম

আগামীতে সুদিনের সম্ভাবনা দেখছেন জানিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আল্লাহর কাছে দোয়া করি সেসময় যেন অহংকারী না হয়ে যাই। বড় নেতা হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া জরুরি। পৃথিবী থেকে যেন ভালো মানুষ হয়ে বিদায় নিতে পারি। রাজনীতিতে গত ১৭ বছর আমরা অনেক কষ্ট করেছি।

রোববার ভোলার ‘শান্ত নীড়’ নিজ বাড়িতে বিজেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

পার্থ বলেন, আমি আমার বাবার মত হতে চাই। আমার বাবা মানুষের কল্যাণে পুরো জীবন কাজ করেছেন। আমিও তার মতই মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনারা আমার জন্য এবং আমার বাবার জন্য দোয়া করবেন। আগামী দিনে আল্লাহ যদি আমাকে দেশ পরিচালনার অংশ হিসেবে কোন সুযোগ দেন। তাহলে আমি আমার বাবার মতই জনগণের কল্যাণের পাশে থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লা, মরহুমের তৃতীয় সন্তান ব্যারিস্টার ওয়াসিকুর রহমান অঞ্জন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, সাবেক বিচারপতি ফরিদ আহমেদ, বিএনপির সাবেক জেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, মফিজুল ইসলাম মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর