ভারতে ওয়াকফ বিল পাসের প্রতিবাদে ঢাকায় ছাত্রশিবিরের প্রতিবাদ

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫ ২১:০৪ পিএম

ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাস ও বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিমবিরোধী পদক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার দুপুরে রাজধানীর শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে ঢাকা মহানগর শিবিরের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

এসময় শিবির নেতারা ভারতের বিজেপি সরকারের কট্টর হিন্দুত্ববাদী নীতির বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। তারা বলেন, ৩ এপ্রিল ভারতের সংসদে পাস হওয়া ওয়াকফ সংশোধনী বিলটি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, মালিকানা এবং মৌলিক অধিকার হরণের একটি সুপরিকল্পিত চক্রান্ত। এ আইন বিজেপি সরকারের মুসলিম বিদ্বেষী অবস্থানকে আবারও স্পষ্টভাবে উন্মোচন করেছে।

তারা আরো বলেন, এই বিলের মাধ্যমে মুসলমানদের দানকৃত ধর্মীয় সম্পদ-যেমন মসজিদ, মাদরাসা, কবরস্থান ও আশ্রয়কেন্দ্রে সরকারি হস্তক্ষেপ এবং দখলের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এছাড়া, বিল অনুযায়ী ওয়াকফ বোর্ড ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে মুসলিম নয় এমন কমপক্ষে দুজন সদস্য অন্তর্ভুক্তির বাধ্যবাধকতা রেখে ধর্মীয় স্বাতন্ত্র্যে হস্তক্ষেপের পথ সুগম করা হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

মানববন্ধনে বক্তারা ভারতের এই আইন বাতিলের দাবি জানান এবং আন্তর্জাতিক মহলকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর