শিক্ষা প্রতিষ্ঠানের গচ্ছিত টাকাও আ.লীগ লুটপাট করেছে: খায়ের ভূঁইয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ সারা দেশ লুটপাট করে খেয়েছে। শিক্ষা-প্রতিষ্ঠানের গচ্ছিত টাকাও তারা লুটপাট করে খেয়েছে। শেখ হাসিনা এ দেশের শত শত মায়ের বুক খালি করেছে। ৬২ লাখ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা-মোকাদ্দমা দিয়েছে। গত রমজানে (২০২৪ সাল) আমাকে জেলে পাঠানো হয়েছে। হাসিনা ও তার বোনসহ তার পরিবার বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে।
বৃহস্পতিবার দুপুরে লক্ষীপুর সদর উপজেলা জেএম হাট উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার শাকচর ইউনিয়নের জব্বার মাস্টারহাট এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
রিইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আমিরুল জামিন ফয়সাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সদস্য সচিব আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবক গাজী মনির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের চিফ ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমান, সমাজেসেবক মোখলেছুর রহমান, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহী জহির প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: