হাসিনার বিচার ও আওয়ামীলীগ কে নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল
আপডেট: ২২ মার্চ ২০২৫ ৪:১৩ এএম

গুম, বিচার বহির্ভূত হত্যাকান্ড এবং গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার, আওয়ামীলীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধকরণের দাবীতে আগামীকাল শনিবার বিকেল ৩ টায় জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
শুক্রবার দিবাগত রাত ১.৩০ মিনিটে জাতীয় নাগরিক পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়। এর আগে শুক্রবার রাতে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে।
নাহিদ আরো বলেন, আওয়ামী লীগ এখন গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, ফ্যাসিবাদী দল। জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ৩৬ জুলাই আ.লীগ রাজনৈতিক দল হিসেবে সব অধিকার হারিয়েছে। তারা দলীয় সিদ্ধান্তে ছাত্র-জনতাকে হত্যা করেছে।
এআরএস
আপনার মূল্যবান মতামত দিন: