দুয়েক দিনের মধ্যে তারেক রহমানকে চেয়ারম্যান ঘোষণা: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুয়েক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ। কারণ মানুষ এতদিন তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দীর্ঘদিন পর তারা ভোটাধিকার ফিরে পেয়েছে।
তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কোনো আশঙ্কা নেই, গণমাধ্যমে টকশো যারা করেন, তারা নানা সময়ে আশঙ্কার কথা বলেন। নির্বাচন নিয়ে আশাবাদী জানিয়ে তিনি বলেন, নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে।
মব সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, মবোক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এটা থেকে বের হতে হবে।
দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ খালেদা জিয়ার স্বপ্ন ছিল—সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আসুন যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র এক দিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি এক দিনে গড়ে ওঠে না। এ সময় গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল।
নির্বাচনের প্রচারণার বিষয়ে তিনি জানান, বরাবরের মতো সিলেট থেকে এবারও নির্বাচনি প্রচারণা শুরু করবে বিএনপি। এই নির্বাচন জাতির জন্য, যে মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে মিডিয়া আশঙ্কার কথা বললেও, দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না। প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি।

আপনার মূল্যবান মতামত দিন: