লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ ঘোষণা

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬ ১০:০১ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান শ্রাবনীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রির্টানিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে নেত্রকোনার ৫টি আসনের মনোনয়ন যাচাই-বাছাইকালে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে যাচাই-বাছাইকালে এ দম্পতির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে জেলা রিার্টনিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন আর তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী এলাকার এক শতাংশ মানুষের স্বাক্ষর নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তবে নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় একাধিক ব্যাক্তি জানান এটি হয়তো কোনো রাজনৈতিক কৌশল হতে পারে। কোনো কারণে যদি বাবরের দলীয় মনোনয়ন বাতিল করা হতো তাহলে যাতে উনার স্ত্রীর মনোনয়ন বৈধ হয় ও তিনি নিবার্চন করতে পারেন- এটা একটি কৌশলমাত্র। সবশেষ তো তিনি আর স্বামীর সঙ্গে স্বতন্ত্র নিবার্চনে অংশ নেবেন না এমনটাই ভাবছেন তারা।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি। শনিবার উনার পক্ষে তার প্রস্তাবকারী-সর্মথনকারী ও ব্যাক্তিগত কর্মকর্তা ও আইনজীবী উপস্থিত ছিলেন। এছাড়াও বাবর নিজেও আজকে জেলা রির্টানিং কর্মকর্তার কাযালয়ে উপস্থিত হননি।

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে বিভিন্ন দলের ৬টি মনোনয়নের মধ্যে বিপ্লবী ওয়ার্কাস পার্টির চম্পা রানী’র মনোনয়ন বাতিল ও বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রার্থী জলি তালুকদারের প্রার্থীতা স্থগিত ঘোষণা করা হয়। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়েত ইসলামীর প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার, ইসলামি আন্দোলনের প্রার্থী মো. মুখলেছুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর