স্থানীয় নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা ফিরুক প্রশাসনে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী শাসনামলে দীর্ঘ ১৫ বছর ভোট দিতে পারেনি মানুষ। ভোট দিয়েছে প্রশাসন। তাই প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা আশ্বস্ত হতে পারছি না। স্থানীয় সরকারের নির্বাচনের মাধ্যমে আমরা তাদের স্বচ্ছতা যাচাইয়ের পরীক্ষা করতে চাই।
বুধবার কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ডে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহদের স্মরণে গণইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, স্থানীয় নির্বাচন আগে দেওয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবো। প্রয়োজনে ধাপে ধাপে নির্বাচন হোক। প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করুন ।
তিনি বলেন, কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইলে আমরা প্রতিহত করবো। চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাজার দখলদারদের পুলিশে ধরিয়ে দেবেন। কুমিল্লার মাটিতে কোনো চাঁদাবাজদের ঠাঁই হবে না। কেউ চাঁদা চাইতে এলে বলবেন হাসনাত আব্দুল্লাহকে দিয়ে আসছি । প্রয়োজনে তার কাছ থেকে চাঁদা নিয়ে আসুন।
হাসনাত বলেন, তাজা রক্ত দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে উৎখাত করেছি আমরা ছাত্র-জনতা। অথচ ফায়দা নেয়ার জন্য সেই দলকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে আমরা আপনাদের সতর্ক করতে চাই। এই ছাত্র নাগরিকের হারানোর কিছুই নেই। এক খাপে যেমন দুই তলোয়ার থাকতে পারে না। তেমনি ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ ও এমসিপি একসঙ্গে থাকতে পারে না।
গণইফতারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব রিফাদ রশিদ, রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর আহ্বায়ক আবু রায়হান, সদস্যসচিব রাশেদুল ইসলাম প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: