‘ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার এধারা কেউ ব্যাহত করতে পারবে না’

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ২২:১২ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, “কিছু কিছু লোক ভিন্নভিন্ন আঙ্গিকে আমাদের সম্পর্কে কথা বলে ও ভিন্ন তকমা দিয়ে আমাদের পথ চলাকে রুদ্ধ করতে চায়। আসলে যুক্তি, বুদ্ধি ও হিকমা দিয়ে আমাদের সঙ্গে পেরে উঠতে না পেরে, তারা এসব ভিন্ন কথাবার্তা বলে মানুষের দৃষ্টিকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, ঈমান ও আক্বিদা প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রে স্পষ্টভাবে বর্ণনা করা আছে। সেখানে আল্লাহ, রাসূল (সা.), কুরআন ও সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণের কথা দৃঢ়ভাবে উল্লেখ করা হয়েছে।

১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, জামায়াতের বিরুদ্ধে নতুন নতুন কথা বলা হয়। বর্তমানে জামায়াতের পক্ষে মানুষের মধ্যে যে সাড়া তৈরি হয়েছে, ৮ দলের পক্ষে যে অবস্থা তৈরি হয়েছে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার যে নতুন ধারা তৈরি হয়েছে-এগুলোকে কেউ ব্যাহত করতে পারবে না ইনশাআল্লাহ।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের বৈশিষ্ট্য হলো, যত ত্যাগ-রক্ত দেবেন, নিয়ত যত বিশুদ্ধ হবে এবং আল্লাহর জন্য যত পাগল হয়ে কাজ করবেন, জমিন যত কঠিনই হোক- আল্লাহ তাআলা তা আমাদের জন্য ঊর্বর করে দেবেন।

উপজেলা আমীর মাওলানা আবুল বাশার মো. আব্দুল লতিফের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আজিজুর রহমানের সঞ্চালনায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় এবং রৌমারী উপজেলা জমায়াতের আমীর অধ্যাপক হায়দার আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেনের পরিচালনায় রৌমারী উপজেলায় পৃথক এক ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ দুটিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহাম্মাদ শাহজালাল সবুজ এবং জননেতা আলহাজ মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।

মাওলানা আবদুল হালিম বলেন, আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনী কাজে জনশক্তিকে কঠোর পরিশ্রমী হতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সংস্কার ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি করতে হবে, গণজোয়ার সৃষ্টি করতে হবে।”

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর