নির্বাচনে গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে, বিশ্বজুড়ে স্বীকৃতি পাবে এবারের ভোট: বিএনপি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ১০:১২ এএম

ফাইল ফটো

ভোট কারচুপি, কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইসহ নানা অনিয়মে গত কয়েকবার প্রশ্নবিদ্ধ হয়েছে এ দেশের নির্বাচন ব্যবস্থা। গণতন্ত্রহীনতার সংস্কৃতি আর আওয়ামী দুঃশাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষায় ঘটে চব্বিশের গণঅভ্যুত্থান। যে ভোট নিয়ে ছিল সংশয় আর শঙ্কা, তফসিল ঘোষণার পর তা কেটে গেছে অনেকটাই। ভোটের আনুষ্ঠানিক সময়সূচি নির্ধারণের মধ্যদিয়ে এখন নির্বাচনের ট্রেনে বাংলাদেশ।

তফসিল ঘোষণার পর নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে রাজনৈতিক দলগুলোর পালে। পুরোদমে চলছে প্রচার-প্রচারণা ও গণসংযোগ। প্রার্থীরা ছুটছেন হাটে, মাঠে ও ভোটারদের দ্বারে দ্বারে। ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনের মধ্যদিয়ে গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন, শুধু দেশ নয়, এই নির্বাচন স্বীকৃতি পাবে বিশ্বজুড়ে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এটি অবশ্যই গণতন্ত্রের বিজয় এবং গণ-অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা পূরণ। আমরা আশা করছি, আগামী নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে এবং বিশ্বজুড়ে স্বীকৃত পাবে। এটি একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে।

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের কারণে আপাতত ভোটে অংশ নেয়ার সুযোগ নেই টানা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের। সালাহউদ্দিনের দাবি, এদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে বলে মনে করেন না জনগণ।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে এবং মামলা দায়েরের প্রক্রিয়ায় আছে। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি না, সেটি বাংলাদেশের মানুষ মনে করে না। আমরাও মনে করি না। আসলে দলটি রাজনীতিতে ছিলই না, আওয়ামী লীগের ডিএনএতে কোনো গণতন্ত্র ছিল না।

এরই মধ্যে দুই ধাপে ২৭২ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেয়া জোট ও মিত্রদের সাথে আলোচনার মাধ্যমে বাকি আসনগুলোতে প্রার্থী ঘোষণার কথাও জানান সালাহউদ্দিন আহমদ। খালেদা জিয়ার অসুস্থতা, সেইসাথে আলোচনায় তারেক রহমানের দেশে ফেরার বাস্তবতা। দলের স্থায়ী কমিটির এই সদস্য জানান, শিগগিরই ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর