শহীদ নেতৃবৃন্দের ত্যাগের বিনিময়ে আজকের এই ঊর্বর বাংলাদেশ: আবদুল হালিম

নিউজ ডেস্ক প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ২১:১২ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। উন্মুক্ত পরিবেশে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে পারছি। দেশের মানুষ এখন আমাদের আহ্বানে ব্যাপক সাড়া দিচ্ছে। মানুষ এখন জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায়।

ইসলামী আন্দোলনের পক্ষে এই সুন্দর পরিবেশ একদিনে তৈরি হয়নি। এর পেছনে অনেক ত্যাগ তিতিক্ষার করুণ ইতিহাস রয়েছে। আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দের ত্যাগের বিনিময়েই তৈরি হয়েছে আজকের এই ঊর্বর বাংলাদেশ।

নেত্রকোণা জেলা জামায়াতের মাঠ পর্যায়ে নির্বাচনী দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

তিনি আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙক্ষার বাংলাদেশ গঠন করতে হলে সবাইকে নিয়ে আগামী নির্বাচনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির বিজয় নিশ্চিত করতে হবে। জাতির বৃহত্তর স্বার্থে ত্যাগের মানসিকতা নিয়ে সমমনা দলের সাথে সমন্বয় করে ময়দান প্রস্তুত করতে হবে।

১০ ডিসেম্বর সকাল ১০টায় নেত্রকোণা জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে এবং জেলা নায়েবে আমীর অধ্যাপক মাহবুবুর রহমান ও জেলা সেক্রেটারি বদরুল আমীনের যৌথ সঞ্চালনায় এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মাওলানা ছামীউল হক ফারুকী এবং ইসলামী ছাত্রশিবিরের নেত্রকোণা জেলা সভাপতি রাসেল আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের প্রার্থী মাওলানা এনামুল হক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুম মোস্তফা, জেলা সহকারী সেক্রেটারি জহিরুল ইসলাম, নেত্রকোণা-১ (কমলাকান্দা-দূর্গাপুর) আসনের প্রার্থী মাওলানা আবুল হাসেম, নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের প্রার্থী অধ্যাপক খায়রুল কবির নিয়োগী এবং নেত্রকোণা-৪ (মদন-মহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের প্রার্থী মো. আল হেলাল তালুকদার।

মাওলানা আবদুল হালিম জাতীয় নির্বাচনে ভাল ফলাফল অর্জনে দায়িত্বশীল ও জনশক্তির শ্রম ও কুরবানির দৃষ্টান্ত স্থাপনে আহ্বান জানান এবং সকল শ্রেণি পেশার ভোটারদেরকে সংগঠিত করার ক্ষেত্রে যথোপযুক্ত ভূমিকা পালনের আহ্বান জানান।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর