মির্জাপুরে জামায়াতে ইসলামীর জনসমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ২১:১১ পিএম

শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৮ও ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকাল প্রায় ৪ টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের লালু মার্কেট এলাকায় এ সময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন মির্জাপুর মহিলা কলেজের অধ্যাপক ও পৌরসভার আমীর মুহম্মদ মহিবর রহমান। 
 
মোঃসানোয়ার হোসেনের সঞ্চালনায় মোঃ ফজলুল করিমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, মির্জাপুর ৭ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন,মির্জাপুর জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর অধ্যাপক ইয়াহইয়া খান
মারুফ,সেক্রেটারি হাফেজ মুফতি আবুল কাসেম মৃধা,পৌর সেক্রেটারি মাওলানা কাজী হায়দার আলী মৃধা প্রমূখ।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর