দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জনতার ঐক্যবদ্ধ প্রয়াস অপরিহার্য: মোবারক হোসাইন

নিউজ ডেস্ক প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫ ২৩:১১ পিএম

একটি নিরাপদ, উন্নত ও আধুনিক মোহাম্মদপুর গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা মোবারক হোসাইন-এর নেতৃত্বে আজ ২১ নভেম্বর (জুম’আ বার) সকালে রাজধানীর টোকিও স্কয়ার থেকে বছিলা পর্যন্ত এক প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়।

“Run for Change—Run with Mobarak Hossain” শিরোনামের এই ব্যতিক্রমী সামাজিক উদ্যোগে সহস্রাধিক তরুণ, ছাত্র, পেশাজীবী ও শ্রমজীবী মানুষ উৎসাহ ও শৃঙ্খলার সঙ্গে অংশগ্রহণ করেন। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং পরিবর্তনের প্রত্যয়ে এক ধরনের ইতিবাচক জনমত সৃষ্টি।

ভোর ৬টা ৩০ মিনিটে টোকিও স্কয়ার মার্কেটের সামনে থেকে দৌড়ের উদ্বোধন করেন জননেতা মোবারক হোসাইন। তিনি বলেন, মোহাম্মদপুর নবীর নামে একটি থানা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা অনেক ক্ষেত্রে ক্রাইম জোন হিসেবে পরিচিত। আমরা চাই একটি নিরাপদ, বাসযোগ্য ও আধুনিক মোহাম্মদপুর-যেখানে নাগরিকের নিরাপত্তা, সেবা এবং সুযোগ-সুবিধা সমান গুরুত্ব পাবে।

তিনি আরও যোগ করেন, এই ম্যারাথনের মাধ্যমে আমরা মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে চাই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন এবং শান্তিপূর্ণ, উন্নয়নমুখী নগরী তৈরির জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।

অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগানের মাধ্যমে উন্নয়ন, নিরাপত্তা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করেন। তরুণদের উল্লেখযোগ্য উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

দৌড়টি টোকিও স্কয়ার থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ হয়ে বছিলা এলাকায় গিয়ে শেষ হয়। প্রতিটি স্ট্রেচেই উপস্থিত জনতার স্বতঃস্ফূর্ত উৎসাহ পরিবর্তনের আকাক্সক্ষার প্রতিফলন ঘটায়।

গন্তব্যস্থলে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়- যেখানে বক্তারা বলেন, তরুণদের ইতিবাচক অংশগ্রহণ উন্নয়নচেতনা জাগ্রত করবে। সামাজিক মূল্যবোধ পুনরুদ্ধার এবং পরিচ্ছন্ন রাজনীতি প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। আধুনিক ও মানবিক মোহাম্মদপুর গঠনে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

সমাবেশে আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন-অভিযাত্রা বেগবান করার আহ্বান জানানো হয়।

অংশগ্রহণকারীদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়। স্থানীয় জনসাধারণ বিশেষভাবে উল্লেখ করেন যে, মাদক –সন্ত্রাসবিরোধী বার্তা এবং আধুনিক নগরী গড়ার অঙ্গীকারকে কেন্দ্র করে এই আয়োজন মোহাম্মদপুরে ব্যতিক্রমধর্মী ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াতের আমীর মোঃ মাসুদুজ্জামান এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম রুবেল। এছাড়া উপস্থিত ছিলেন, ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক মোঃ শফিউর রহমান, সদস্য সচিব মোঃ আব্দুল আউয়াল আজম, থানা শুরা ও কর্মপরিষদ নেতৃবৃন্দ।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর