পটুয়াখালীতে ভিপি নুরের গণসংযোগ
আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ৯:৪৬ পিএম
মো:জহিরুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি: অবরুদ্ধ গণতন্ত্র মুক্তির সংগ্রামে ও গণমানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ কণ্ঠস্বর, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, গণঅধিকার পরিষদ (জিওপি) এর সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি জনানতা নুরুল হক নুরের পটুয়াখালীর গলাচিপার কলাগাছিয়া ইউনিয়নে আগমন উপলক্ষে জনসভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৪টার দিকে কলাগাছিয়া ইউনিয়নের বাসবাড়িয়ার চৌরাস্তা সংলগ্ন মাঠ প্রসঙ্গে গণঅধিকার পরিষদ ইউনিয়ন শাখার উদ্যোগে গণসংযোগ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হক নুর। গণঅধিকার পরিষদ কলাগাছিয়া ইউনিয়নের আহবায়ক, মোঃ ফোরকান মৃধার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ইমরান হাওলাদার সঞ্চালনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় কমিটির সদস্য, রবিউল ইসলাম, গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় কমিটির সদস্য, শহিদুল ইসলাম ফাহিম, গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক, সৈয়দ নজরুল ইসলাম লিটন, গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সদস্য, শাহআলম সিকদার, গলাচিপা গণঅধিকার পরিষদের আহবায়ক, মোঃ হাফিজুর রহমান, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি, মহিবুল্লা এনিম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি, আবু নাইম প্রমুখ।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: