৫০ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে। তবে ৫০টির বেশি আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে দলীয় নেতা-কর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ চলছে।

৩ নভেম্বর ঘোষিত তালিকায় নতুন, ‘হাইব্রিড’ ও আন্দোলনে নিষ্ক্রিয় ব্যক্তিদের স্থান দেওয়ায় বিভিন্ন আসনে ত্যাগী ও জনপ্রিয় নেতারা বাদ পড়েছেন। এছাড়া প্রবাসে থাকা বেশ কয়েকজনকেও মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে একাধিক আসনে ভাঙচুর, মানববন্ধন, সড়ক অবরোধ ও সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন বঞ্চিত নেতা-কর্মীরা।
 
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে বাদ দিয়ে কাজী সালাউদ্দিনকে মনোনয়ন দেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সমর্থকরা। আসলাম চৌধুরী ইতিমধ্যে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
 
নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দেওয়ায় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বঞ্চিত হয়েছেন। মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকুর মনোনয়নে অ্যাডভোকেট আবেদ রাজার সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভার মাধ্যমে বিক্ষোভ দেখান।
 
মাদারীপুর-১ আসনে জামান কামাল নুরুউদ্দিন মোল্লার মনোনয়নে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মীরা শিবচরে সড়ক অবরোধ করেন। সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়নে ডা. শহিদুল আলমের সমর্থকরা টানা বিক্ষোভ করেন।
 
বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর সারাদেশে বিভিন্ন জেলায় অর্ধশতাধিক আসনে মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকরা বিক্ষোভ, মানববন্ধন, স্মারকলিপি, অবস্থান, অনশন ও শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালন করেছেন। যেসব আসনে মনোনয়নবঞ্চিতরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তাদের মধ্যে রয়েছে- 
 
ঢাকা বিভাগ: মানিকগঞ্জ-০১, ঢাকা-১২, মাদারীপুর-০১ ও ০২, মুন্সিগঞ্জ-০১, গাজীপুর-০৬ এবং গোপালগঞ্জ-০২ আসনের মনোনয়ন নিয়ে অসন্তোষ ও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এসব এলাকায় বিক্ষোভ, দলীয় কার্যালয় ঘেরাও এবং মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
 
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম-০২, ০৪ ও ১৬, কুমিল্লা-০৫, ০৬, ০৯ ও ১০, ব্রাহ্মণবাড়িয়া-০৫, নোয়াখালী-০২ ও ০৫, ফেনী-০২ এবং চাঁদপুর-০৪ আসনে মনোনয়নবঞ্চিতদের কর্মসূচি সবচেয়ে বেশি চোখে পড়ে। কোথাও সড়ক অবরোধ, কোথাও বিক্ষোভ মিছিল, কিছু এলাকায় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও হয়।
 
সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ: সিলেট বিভাগের মৌলভীবাজার-০২, রংপুরের দিনাজপুর-০২ ও কুড়িগ্রাম-০৩ এবং ময়মনসিংহের ময়মনসিংহ-০৩, ০৬, ০৯ ও শেরপুর-০১ ও ০২ আসনেও বঞ্চিত নেতাদের সমর্থকেরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
 
খুলনা বিভাগ: খুলনা বিভাগের কুষ্টিয়া-০২, ০৩ ও ০৪, সাতক্ষীরা-০২, ০৩, ঝিনাইদাহ-০৩, মেহেরপুর-০১ ও ০২ এবং মাগুরা-০২ আসনে দলীয় নেতাকর্মীদের তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। জেলা কার্যালয়ের সামনে ধরনা ও মিছিলসহ বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের রাজশাহী-০১, ০৩ ও ০৫, নওগাঁ-০১, ০৩ ও ০৪, জয়পুরহাট-০২, নাটোর-০১, পাবনা-০৪ এবং চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনেও একইভাবে দলীয় অসন্তোষ দেখা গেছে। নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর