পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

মো:জহিরুল ইসলাম চয়ন , পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বলেছেন, আমাদের লক্ষ্য একটাই ধানের শীষের বিজয়। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব। ব্যক্তিগত স্বার্থ নয়, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামই আমাদের উদ্দেশ্য।

বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৫টায় উপজেলার উলানিয়া বাজারে বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে প্রবীণ ও নবীনদের সাথে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা করেন।
সভায় প্রধান আলোচক হিসেবে শিপলু খান বলেন বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও ভোটাধিকার ফিরে পেতে সবাই ধানের শীষের দিকে তাকিয়ে আছে। তাই আমরা সংগঠিতভাবে মাঠে কাজ করব, ঘরে ঘরে গিয়ে মানুষের মন জয় করব।
গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো. ফজলে আলী খানের সভাপতিত্বে উলানিয়া মাজারের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুস সোবাহান মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান নেছার, উপজেলা যুব দলের যুগ্ম সম্পাদক মো. শাহাবুদ্দিন সিকদার, মো. সোহাগ মিয়া, মো. শায়েব আলী প্রমুখ।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর