পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ১৯:১১ পিএম

মো:জহিরুল ইসলাম চয়ন, পটুয়াখালী প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, ‘গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশের জনগণ যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সামনে আমাদের জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকার ছাড়া এ দেশে রাজনীতিতে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না।’

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় পটুয়াখালীর দশমিনায় উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এক জনসভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন-দেশে ফ্যাসিবাদের আলামত আবারও উঁকি দিচ্ছে উল্লেখ করে নুরুল হক বলেন, ‘গত এক বছরে আমরা যা দেখেছি, তাতে ফ্যাসিবাদের আলামত আবারও উঁকি দিচ্ছে। আওয়ামী লীগের শাসনকালে যাঁরা নির্যাতিত, নিষ্পেষিত, মজলুম ছিল, আজকে বিভিন্ন এলাকায় দখলবাজি, চাঁদাবাজি, মানুষের ওপর জুলুম-নির্যাতন করে তাঁরাই এখন মূল আলোচনায়।
জনসভা শেষে নুরুল হক পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন।
দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক লিয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মিলন মিয়ার সঞ্চালনায় জনসভায় এসময়- ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ মিজান হাওলাদার, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহবায়ক আবু কালাম পঞ্চায়েত, সঞ্চালনায় ছিলেন,
মোঃ মহিবুল্লাহ এনিম,
সহ-সভাপতি বাংলাদেশ যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা।জেলা ও বিভিন্ন উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর