মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার বিজয়ীদের অভিনন্দন মিয়া গোলাম পরওয়ারের
আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১১:৪৬ এএম
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, “জাতির এই ক্রান্তিলগ্নে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
তিনি আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন দেশের বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমি আশা করি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দ বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের ন্যায্য অধিকার, দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
আমি তাদের কর্মময় জীবনের সফলতা এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

আপনার মূল্যবান মতামত দিন: