ভবিষ্যৎ রাজনীতি কোন পথে যাবে তা নির্ধারণ করবে তরুণরা: নুর
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, তরুণরা বুলেটের সামনে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। ফ্যাসিবাদের হটিয়ে তারা দেশের পরিবর্তন এনেছে। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন পথে যাবে, তা নির্ধারণ করবে এই সাহসী তরুণরা। আমরা তাদের পাশে আছি।
রোববার (১০ নভেম্বর) রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের বাহিরগোলা মসজিদ মোড়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, দেশে দীর্ঘদিন ধরে বিভাজন, হিংসা, বিদ্বেষ আর হানাহানির রাজনীতি চলেছে। সাধারণ মানুষ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে নেতাদের জন্য; অথচ নেতারা নিজেদের মতো ঠিকই থেকেছে। সময় বদলেছে। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে বা জনতার সঙ্গে থাকবে না, তারাই এক সময় নাই হয়ে যাবে। আমরা তরুণ প্রজন্মের সঙ্গেই থাকতে চাই, জনগণের চিন্তাভাবনা নিয়েই আগামীর রাজনীতি গড়ে তুলতে চাই।
তিনি বলেন, যারা যে এলাকা থেকে এমপি হয়েছেন, শূন্য থেকে কোটিপতি হয়েছেন, জিরো থেকে হিরো হয়েছেন। তারাই এলাকার কথা এবং মানুষের কথা ভুলে যান। গণঅধিকার পরিষদ এর পরিবর্তন করতে চায়।

আপনার মূল্যবান মতামত দিন: