গলাচিপায় বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার দাবীতে বিক্ষোভ মিছিল।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫ ২০:১১ পিএম

গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী -৩ (গলাচিপা -দশমিনা) আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপির। বুধবার সন্ধ্যায় বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী কার্যালয়ের সামনে শেষ হয়।

এসময় মিছিলকারীরা ধানের শীষ, ধানের শীষ ও হাসান মামুনের পক্ষে শ্লোগান দেয়। মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আঃছত্তার হাওলাদার, মাসুম বিল্লাহ, মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ প্রমুখ। বক্তারা হাইকমান্ডে কাছে পটুয়াখালী -৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণার দাবী করেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর