মেট্রোরেল দুর্ঘটনা: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোলাম পরওয়ারের আহ্বান
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে আবুল কালাম নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ (সোমবার, ২৭ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে জামায়াত ইসলামী ও গোলাম পরওয়ারের ফেসবুকে পোস্টও করা হয়েছে।
তিনি বলেন, ‘২৬ অক্টোবর দুপুরের দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে আবুল কালাম নামে এক যুবক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। এ দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।’
বিবিৃতিতে এই জামায়াত নেতা বলেন, ‘আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করছি— তিনি যেন নিহত আবুল কালামকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন ও আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এ কঠিন দুঃসময়ে ধৈর্য ধারণের তাওফীক দান করেন।’
নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ধেয়ার বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এ দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

আপনার মূল্যবান মতামত দিন: