আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট বড় ভূমিকা রাখবে: তারেক রহমান

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৯ এএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিটি প্রবাসী ভোট যাতে ধানের শীষের পক্ষে আসে এজন্য আমাদের এখন থেকে উদ্যোগ নিতে হবে। প্রবাসে বসবাসকারী বিএনপির প্রতিটিকর্মী এখন থেকে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে।

প্রবাসী ভাই-বোনদের কল্যাণে আমাদের আরো বেশি করে মনযোগী হতে হবে। মনে রাখতে হবে, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট জয় পরাজয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে।

স্থানীয় সময় রোববার বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের ব্যক্তিগত মোবাইল ফোনে যুক্ত হয়ে তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তারেক রহমানের বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে ওঠেন।

তারেক রহমান বলেন, দেশ গঠনে ভূমিকা রাখার সময় এসেছে। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ যেতে হবে। আপনারা মনে রাখবেন প্রায় ৫০ লাখ প্রবাসী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন। ১৩ কোটি ভোটারের মধ্যে এটি অনেক বড় সংখ্যা। প্রত্যেককে ভোটার হওয়ার ক্ষেত্রে আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে। যাদের কাগজপত্র কিংবা নির্বাচন কমিশন ঘোষিত নথিপত্র প্রয়োজন আপনারা তাদের কাছে গিয়ে জানবেন ও সেগুলো পূরণের ব্যবস্থা করবেন। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে আমরা অবশ্যই সফল হবো ইনশাআল্লাহ।

নিউইয়র্কে আয়োজিত এ সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর