রাজাকার ট্যাগ দিয়ে নির্বাচনে ফায়দা নেয়ার দিন শেষ: জামায়াত

ষড়যন্ত্র আর রাজাকার ট্যাগ দিয়ে নির্বাচনে ফায়দা নেয়ার দিন শেষ। পুরাতন রাজনীতির ধারা, প্রতিশ্রুতির ফুলছড়ি ছাত্রসমাজ-দেশের জনগণ আর দেখতে চায় না। দেশের ছাত্র-জনতা জেগেছে। তারা দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ষড়যন্ত্র রুখে দিয়ে তাদের প্রতিনিধিত্ব নির্বাচিত করেছে।
তারা অনিয়ম, দুর্নীতি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে। আপনারা ময়দানে সজাগ থাকুন, আগামীর বাংলাদেশ ন্যায়-ইনসাফ, অনিয়ম, দুর্নীতি, বৈষম্যমুক্ত ছাত্রসমাজের স্বপ্নের বাংলাদেশ গঠন করা হবে ইনশাআল্লাহ।
গতকাল এক দায়িত্বশীল সমাবেশে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
আব্দুস সাত্তার আরও বলেন, ডাকসু নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, ট্যাগ দেয়া হয়েছে, কিন্তু ছাত্রসমাজ তা রুখে দিয়েছে। কোনো ষড়যন্ত্রে লাভ হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ষড়যন্ত্র ছাত্রসমাজ, দেশের জনগণ রুখে দেবে ইনশাআল্লাহ।
দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দুটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন দেখেছেন। এ নির্বাচনে অনেক ষড়যন্ত্র হয়েছে, ট্যাগ দেয়া হয়েছে, প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, কিন্তু কোনো লাভ করতে পারেনি। ছাত্রসমাজ তাদের রায়ে দেখিয়ে দিয়েছে এসব করে কোনো লাভ নেই। আমরা আশঙ্কা প্রকাশ করছি জাতীয় সংসদ নির্বাচনেও এমন পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করতে পারে। তাই তিনি দায়িত্বশীলদেরকে সতর্কতার সাথে ময়দানে তৎপর থাকার আহ্বান জানান।
তিনি দায়িত্বশীলদের নির্বাচনি কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বলেন, আগামীকাল থেকে গণসংযোগ পক্ষ শুরু হচ্ছে। তিনি সকলকে গণসংযোগ জোরদারের নির্দেশ দেন। এছাড়া সকলকে চারিত্রিক গুণাবলিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপনসহ জনসম্পৃক্ততা আরও বৃদ্ধির আহ্বান জানান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও দায়িত্বশীলগণের করণীয় বিষয়ে দায়িত্বশীল সমাবেশটি কিশোরগঞ্জ উপজেলা আমির মো. আব্দুর রশীদ শাহর সভাপতিত্বে ও সেক্রেটারি ফেরদৌস আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদের সদস্য প্রভাষক আব্দুল কাদিম, জেলা কর্মপরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যাংকার আব্দুল কাদির, উপজেলা নায়েবে আমির আখতারুজ্জামান বাদল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন প্রমুখ। সমাবেশে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করে।
আপনার মূল্যবান মতামত দিন: