বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি নাহিদের

জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সম্মাননা ও সংহতি জানিয়ে বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশাল সামিয়ানার নিচে কার্পেট বিছিয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বসার ব্যবস্থা করা হয়েছে। ইফতার আয়োজনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যসহ শতাধিক অতিথি উপস্থিত হয়েছেন।
এসময় জুলাই আন্দোলনের যোদ্ধা আশিশ শাহরিয়ার শাফি বলেন, খুনি হাসিনার বিচার দ্রুত বাস্তবায়নের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কোনো ফাঁদে পা দিবো না, মবে যোগ দিবো না। আমরা অযথা রাজপথে সময় নষ্ট করবো না, আমরা যদি আমাদের দাবিদাওয়া নিয়ে দুদিন পরপর রাজপথে উপস্থিত হই, তবে আমরা নিজেরাই প্রশ্নবিদ্ধ হবো। সমাজ জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান দিবেনা।
জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে আমরা কারো উপর নির্ভর করতে চাই না। আমরা রাজপথে নেমে সেটা নিজেরাই বাস্তবায়ন করতে চাই। আমরা সবাই বিচার এবং সংস্কারের কথা বলছি।
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা হলেন ৫ই আগস্ট পরবর্তী সময়ে সরকার ও যারা রাজনীতি করতে যাচ্ছে তাদের ন্যায্যতার মাপকাঠি উল্লেখ করে তিনি আরো বলেন, এই শহীদ পরিবারও আহতদের মনে আকাঙ্ক্ষা কি সেটি আমাদের বুঝতে হবে। আহত ও নিহত পরিবারের সদস্যরা খুনি হাসিনার নামে মামলা করেছেন। যদি খুনি হাসিনার বিচার না করে আরেকটি সরকার চলে আসে তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যে হবে না সেটার কী নিশ্চয়তা থাকবে? তাই এই বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক দল ও সরকারকে পরিষ্কার করতে হবে।
নাহিদ ইসলাম আরো বলেন, আমরা মনে করি, ৫ই আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিপক্ষে রায় দিয়ে দিয়েছে। বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদীদের রাজনীতির আর কোন জায়গা হবে না।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের বলা হচ্ছে, আমরা নাকি নির্বাচন পেছানোর রাজনীতি করছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যবদ্ধ মত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করিয়ে দিতে সহায়তা করব। এসময় সরকারকে দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান।
এসময় দলটির সদস্যসচিব আখতার হোসেনের খুনি হাসিনা এখনো ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই একটি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার কার্যকর করতে হবে। যদি এই সরকার শেখ হাসিনাকে দেশ আনতে না পারে তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডল হলেও আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার মানবতা বিরোধী কর্মকাণ্ডের অপরাধে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পূর্ণ করতে হবে।
এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, আহত যোদ্ধাদের রক্তের উপর ও শহীদদের জীবনের উপরে দাঁড়িয়ে এই নতুন বাংলাদেশে যারা কথা বলতে পারছে, তারা যদি বিচারের আগে নির্বাচনের কথা বলে, তাদের মুখের উপরে বলবেন- যেই রক্তের উপরে দাঁড়িয়ে নির্বাচনের কথা বলো, সেই রক্তের বিচার না চাইতে বেইমানের মত এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না!
সারজিস আরো বলেন, আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই। কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গেছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে।
আপনার মূল্যবান মতামত দিন: