‘ভিসির সামনে ক্ষমতা দেখানোর রাজনীতি আর বাংলাদেশে চলবে না’

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৯ পিএম

ভিসির সামনে ক্ষমতা দেখানোর রাজনীতি আর বাংলাদেশে চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ড. মির্জা গালিব বলেন, Sorry to say, বিশ্ববিদ্যালয়ের ভিসির সামনে টেবিল চাপড়াইয়া ক্ষমতা দেখানোর, মাসল পাওয়ার দেখানোর যে রাজনীতি এইটা বাংলাদেশে আর চলবে না।

একটা জয় পরাজয় এক বছরের জন্য মাত্র, কিন্তু ব্যক্তিত্ব আর চরিত্রের ইস্যু বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যতের প্রশ্ন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর