ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারিকে কুপিয়ে হত্যা

ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মওলানা আমিনুল ইসলাম নোমানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯ টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর চর নোয়াবাদ এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। লাশ ভোলা সদর হাসপাতালে রয়েছে।
মওলানা আমিনুল ইসলাম নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা মসজিদের খতিব। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঈমান আকিদা সংরক্ষণ কমিটি, ইসলামিয়া ঐক্য আন্দোলনসহ বিভিন্ন সংগঠন ভোলা শহরের প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মওলানা আমিনুল ইসলাম নোমানী এশার নামাজ পড়ে বাসায় যাওয়ার কিছুক্ষণ পর পথচারীরা চিৎকার শুনে বাড়িতে যান। ঘরের দরজা বন্ধ থাকায় দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে তার রক্তাক্ত লাশ মাটিতে পরে থাকে দেখেন।
পথচারীরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী তজুমদ্দিনে শ্বশুরবাড়িতে বেড়াতে গেছেন ও একমাত্র সন্তান লক্ষ্মীপুরে পড়ার করার কারণে তিনি বাসায় একাই ছিলেন।
মওলানা আমিনুল ইসলাম নোমানী দীর্ঘ ১৫ বছর ধরে মাদ্রাসায় চাকরি ও মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ভোলা জেলা ইসলামি ঐক্য আন্দোলনের সেক্রেটারি দায়িত্ব পালন করছেন। অপরদিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তার বাড়ির দরজায় তার প্রতিষ্ঠিত একটি মাদ্রাসাও পরিচালনা করছেন।
ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম আমার দেশকে জানান, কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে আমরা কিছুই জানতে পারি নি।
ভোলা সদর থানার এস আই ফাইজুল হক জানান, আমরা সুরত হাল ও ময়নাতদন্তের পর বিষয়টি বলতে পারব কেন কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে। তাকে বেপরোয়া কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ পৈশাচিক ঘটনার প্রতিবাদে ভোলা শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি, ঈমান আকিদা সংরক্ষণ কমিটি ইসলামি ঐক্য আন্দোলনসহ বিভিন্ন ইসলামি সংগঠন গুলো। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জামাত ইসলামের সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, পৌর আমির জামাল উদ্দিন, উপাধ্য মোবাশ্বিরুল হক নাঈম।
আপনার মূল্যবান মতামত দিন: