নুরের ওপর হামলা পরিকল্পিত: মামুনুল হক

নিউজ ডেস্ক প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৫ ১০:০৮ এএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আমি নুরুল হক নুরকে দেখে আসলাম। এক কথায় ভীতিকর, ভয়াবহ অবস্থা। শরীরের সব থেকে সেনসিটিভ জায়গা মাথা, চোখ, নাকে এলোপাতাড়িভাবে যেভাবে উপর্যুপরি হামলা করা হয়েছে এটাকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কোনোভাবে অভিহিত করা যায় না।

শুক্রবার (২৯ আগস্ট) দিনগত রাত ১টা ৩০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, নুরুল হক নুরকে আঘাত করা হয়েছে এবং তার দলীয় নেতা-কর্মীদের এমনকি তাদের দলীয় কার্যালয়ে ঢুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা করেছে।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিবিদ হিসেবে এখন আমরাও আমাদের জীবন নিয়ে শঙ্কিত। আজকে এই ২৯ আগস্টের হামলা আমাদের মনে করিয়ে দিচ্ছে ২০২৪ সালের ৫ আগস্ট পূর্ববর্তী পুলিশের চরিত্রে কোনো পরিবর্তন ঘটেনি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর