বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির ইফতার মাহফিল স্থগিত

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫ ২৩:০৩ পিএম

ফাইল ফটো

বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠেয় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার (৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠেয় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার (৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য স্থগিতের সিদ্ধান্ত জানানো হলো।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সঙ্গে রোববার ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের কথা জানিয়েছিল বিএনপি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের নিয়ে ইফতার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা। ওইদিন রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত ওই ইফতার অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ছাড়াও যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন ড্যানিলোভিজ, পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনকে নিয়ে বিএনপি মহাসচিব এক টেবিলে বসে ইফতার করেন।

 

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর