গণহত্যার বিচার, সংস্কার ছাড়া ভোট সুষ্ঠু হবে না: ড. হেলাল

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৫ ২৩:০৮ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, গণহত্যাকারীদের বিচার ও শাস্তির আওতায় না আনলে আগামীতেও এমন গণহত্যার মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা আছে। জনগণের দাবি অনুযায়ী গণহত্যাকারীদের বিচার ও সংস্কার হওয়া প্রয়োজন। এছাড়া ভোট সুষ্ঠু হবে না।

শনিবার রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে পল্টন থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজকে আমরা রোকন (সদস্য) সমাবেশ করছি কোনো ভয়-শঙ্কা ছাড়া। এর আগেও আমাদের সমাবেশ হয়েছে তখন অনেক বাধার প্রাচীর টপকাতে হয়েছে। অনেকে এমন সমাবেশ থেকে গ্রেপ্তারও হয়েছেন। এখন আমাদের এই কঠিন মুহূর্ত কাটাতে হচ্ছে না। এই সুন্দর পরিবেশ পাওয়ার পেছনে একমাত্র অবদান ছাত্র-জনতার গণঅভ্যুত্থান।

ড. হেলাল বলেন, জামায়াত একটি নির্বাচনমুখী দল। দেশে নির্বাচন হবে আর আমরা নির্বাচনে যাব না, তা হতে পারে না। মানুষ এখন মনে করছে জামায়াত দেশ পরিচালনার জন্য প্রস্তুত। সেই লক্ষ্যে আমরাও এগিয়ে যাচ্ছি।

পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমেদ খানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি অ্যাডভোকেট মারুফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর