৫০টি আসন চাওয়ার কথাটি শুধু হাস্যকর নয়, সম্পূর্ণ মিথ্যাও বটে
আপডেট: ১৬ আগষ্ট ২০২৫ ১১:৩০ পিএম

দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ১ম পাতায় ‘অন্তরালে জোট নিয়ে দৌড়ঝাঁপ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জামায়াতে ইসলামীর বিষয়ে যে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
আজ শনিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তিনি।
বিবৃতিতে তিনি বলেন, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উক্ত প্রতিবেদনে ‘জামায়াত বিএনপির কাছে কমপক্ষে ৫০টি আসন চায় বলে জানা গেছে’ মর্মে যে বক্তব্য প্রচার করা হয়েছে তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। এই ধরনের আজগুবি তথ্য পরিবেশনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে। বাস্তবতা হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট গঠন নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনাই করেনি। অতএব, ৫০টি আসন চাওয়ার কথাটি শুধু হাস্যকর নয়, সম্পূর্ণ মিথ্যাও বটে।
তিনি আরও বলেন, কালের কণ্ঠ পত্রিকার মতো একটি জনপ্রিয় দৈনিকের পক্ষ থেকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করি, কালের কণ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখবে।
তিনি দৈনিক কালের কণ্ঠ কর্তৃপক্ষকে এ ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং অনুরোধ করেন যে, তারা অত্র প্রতিবাদটি যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।
আপনার মূল্যবান মতামত দিন: