জুলাই শহীদ-আহতদের সম্মানে এনসিপির ইফতার ১০ মার্চ
জুলাই-আগস্ট আন্দোলনে সারাদেশের শহীদ ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিদের সম্মানে ১০ মার্চ (সোমবার) সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
পরদিন ১১ মার্চ (মঙ্গলবার) রাজনৈতিক দল, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার পার্টি করবে দলটি।
শুক্রবার বিকালে জাতীয় নাগরিক পার্টির-এনসিপির আত্মপ্রকাশের পর প্রথম সাধারণ সভা শেষে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
সভায় কর্মসূচি নির্ধারণের কথা জানান আখতার হোসেন। এ সময় তিনি জানান, এনসিপির প্রথম কর্মসূচি হিসেবে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিদের সম্মানে ১০ মার্চ (সোমবার) সোহরাওয়ার্দী উদ্যানে।
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেন। এ সময় আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাইয়ের হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং জুলাই চার্টার বাস্তবায়নের দাবি জানান তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: