আনুপাতিক হারে জাতীয় নির্বাচন চায় বেশিরভাগ রাজনৈতিক দল: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বেশিরভাগ রাজনৈতিক দল আনুপাতিক হারে জাতীয় নির্বাচন চায়। সেখানে আনুপাতিক হারে যদি না-ও হয়, জাতীয় ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকবে। এর মাধ্যমে একটি কার্যকর পার্লামেন্ট হবে। সেজন্য আমরা বলেছি, নিম্নকক্ষ না হলেও আগামী নির্বাচনেই, আগামী সংসদেই যেন উচ্চকক্ষে সকল রাজনৈতিক দলের পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা
সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৬টায় ছাত্র অধিকার পরিষদের রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জরিপের বরাতে ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, দেশের ৪৮ ভাগ মানুষ এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে। মাত্র ১২ পার্সেন্ট মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। ১০ পার্সেন্ট মানুষ জামায়াতকে ভোট দিতে চায়। তাহলে ২২ পার্সেন্ট? আর বাকি ভোটাররা, বিশেষ করে ৪৮ সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে। ১৪ পার্সেন্ট মানুষ বলতে চায়নি কাকে ভোট দেবে। তাহলে এটা পরিষ্কার তারা বিএনপি-জামায়াত কাউকে ভোট দেবে না। ৪৮ পার্সেন্ট মানুষের সিদ্ধান্তটা আমরা জানি না।
তিনি বলেন, এই দেশের মানুষ পরিবর্তনের পক্ষে। ৪৮ শতাংশ মানুষ সিদ্ধান্ত নেই নাই, কাকে ভোট দেবে। ১০ হোন্ডা, ২০ গুন্ডা শোডাউন দিয়ে বিশৃঙ্খলা করে মিটিং করে মিছিল করে হুমকি দিয়ে প্রশাসন দিয়ে ভোট কেন্দ্র দখল করে কেউ বলে এমপি হবেন, কেউ বলে মন্ত্রী হবেন সরকার গঠন করবেন সেই ইতিহাস ভুলে যান। আগের দিন নাই, আমরা এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আগামীতে দেশ বিনির্মাণ করতে চাই। যেখোনে কৃষক শ্রমিক, মেহনতি মানুষের আকাঙ্খার প্রতিফলন থাকবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সামনে সুযোগ আছে। অপার সম্ভাবনা আছে। এই জনগণের যদি মন জয় করতে পারেন, যারা ট্রাক মার্কায় গণঅধিকার পরিষদের হয়ে নির্বাচন করতে চান, জনগণকে যদি বোঝাতে পারেন পুরনোপন্থায় এই দেশ আর চলবে না। তরুণদের সুযোগ চান, যদি মানুষের কাছে যেতে পারেন। মানুষ আপনাদের গ্রহণ করতে পারে।
তিনি বলেন, অনেকেই আমাদেরকে টিটকারি করেছিল। ডাকসু নির্বাচনে যখন অংশ নিই, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেই সময়ের সভাপতি সন্দিপ চন্দ্র রায় বলেছিল, ভিপি নুরের ৫০ জন লোক আছে? সে ডাকসু নির্বাচন করবে? শিক্ষার্থীরা জবাব দিয়েছে।
গণঅধিকার পরিষদের রাজশাহীর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল গণসমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে গণঅধিকার, ছাত্রঅধিকার ও যুবঅধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।
আপনার মূল্যবান মতামত দিন: