রাজশাহী ১ আসনে বিএনপি মনোনীত সুলতানের গণসংযোগ

রাজশাহী ১ -(গোদাগাড়ী তানোর ) আসনে বিএনপি মনোনীত এমপিপ্রার্থী ও জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক গণসংযোগ করেছেন।
শনিবার (৯ আগস্ট ) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের গোগ্রাম বাজারে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক উপস্থিত সকলের উদ্দেশে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও মাদক মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি।
তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর বিএনপির উপরে অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক মুহূর্তের জন্য থেমে থাকেনি। জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নতুন বাংলাদেশ গড়বে।
এসময় উপস্থিত ছিলেন-গোগ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলাম আলী ওই স্থানীয় নেতৃবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: