খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপ করা রাজু ছাত্রদলের কমিটিতে

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৮ আগষ্ট ২০২৫ ২৩:০৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখাসমূহের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ১৮টি হল শাখায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটিগুলো অনুমোদনের কথা জানানো হয়।

এ দিকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ৫১ সদস্যের এ আহ্বায়ক কমিটিতে জায়গা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপকারী রাজু শেখ। তার বাড়ি গোপালগঞ্জে।

রাজুর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সম্পৃক্ততারও অভিযোগ রয়েছে।

ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত অনুমোদন দেওয়া কমিটিতে জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পদ পেয়েছেন রাজু।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপ করার অভিযোগ থাকা রাজু শেখ পেয়েছেন যুগ্ম আহবায়কের পদ। খালেদা জিয়ার একটি ব্যঙ্গাত্মক ছবি নিজ টাইমলাইনে শেয়ার দিয়ে তিনি লেখেন, ‘রেডি হয়ে লাভ নেই, আমরা আপনাকেও চাইনা, মানুষ এতো বলদ নাহ।’

ছাত্রদলের একটি সূত্র বলছে, গত ৫ আগস্টের পর রাজু শেখ তার ফেসুবকে এই পোস্টটি দেন। তার মতো বির্তকিত এমন একজনকে ছাত্রদলে পদ দেওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আমার দেশ-এর পক্ষ থেকে রাজুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর