জামায়াত ক্ষমতায় গেলে জুলাই চেতনা বাস্তবায়ন হবে: ড. হেলাল উদ্দিন

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৮ আগষ্ট ২০২৫ ২২:০৮ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জনগণ আগামীতে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে জুলাই চেতনা বাস্তবায়ন হবে। ছাত্র-জনতার প্রত্যাশিত বৈষম্যহীন, ইনসাফ ও ন্যায় বিচারের এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে। রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার এবং সব হত্যাকান্ডের সঠিক বিচার

শুক্রবার দুপুরে জামায়াতে ইসলামী শাহজাহানপুর পশ্চিম থানার রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত জুলাই ঘোষণাপত্রে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এই ঘোষণাপত্রে একটি দল খুশি হওয়ায় জনমনে সংশয় তৈরি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ওই দলের অ্যাজেন্ডা বাস্তবায়নে বেশি গুরুত্ব দিয়েছে।

ভারতের ষড়যন্ত্রের কাছে মাথা নোয়াবে না জামায়াতে ইসলামী-উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী দক্ষিণপন্থী হলে উহারা উত্তরপন্থী ভারতীয় চাটুকার। দক্ষিণপন্থী মানে ডান। উত্তরপন্থী মানে বাম, বাম মানে ভারতীয় ষড়যন্ত্রে একাত্মতা প্রকাশ করে দেশ ও জাতিকে ভারতীয় আধিপাত্যবাদের কাছে গোলামীর জিঞ্জিরে বন্দী করে রাখা।

তিনি বলেন, জামায়াতে ইসলামী নারী বিদ্বেষী নয়, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অগ্রদূত। জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে একটি বৈষম্যহীন, ইনসাফ ও ন্যায় বিচারের এক কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়তে চায়। যেখানে রাষ্ট্রের কাছে নারী-পুরুষের কোন বৈষম্য থাকবে না। দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর কোন বৈষম্য থাকবে না। ইসলামী সমাজ বিনির্মাণে তিনি উপস্থিত রুকন সদস্যদের অতীতের যেকোনো সময়ের চেয়ে আরো বেশি তৎপর ও ত্যাগ স্বীকারের আহ্বান জানান।

শাহজাহানপুর পশ্চিম থানা আমির সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মাওলানা শরীফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে শাহজাহানপুর পশ্চিম থানার মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর