নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে না পারলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: রাশেদ

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৭ আগষ্ট ২০২৫ ১১:০৮ এএম

হাসিনা দেশ ছেড়েছে, এটাই আমাদের একমাত্র প্রাপ্তি হতে পারে না। নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে না পারলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন।

অন্তর্বর্তী সরকারের কাছে ১২টি প্রত্যাশা ছিল, প্রাপ্তির পাল্লায় কতটা যোগ হয়েছে, তা নিয়ে প্রশ্নও তুলেছেন গণঅধিকারের এই নেতা।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

আমার দেশ পাঠকের জন্য ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

সরকারের কাছে ১ বছরে যা যা প্রত্যাশা ছিলো, কিন্তু হয়নি:

১। সারা দেশের আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়নি। বরং সর্বত্র তাদের পুনর্বাসন করা হয়েছে।

২। শেখ পরিবারের কেউ ধরা পড়েনি।

৩। জুলাই গণঅভ্যুত্থানসহ গত ১৬ বছরে পুলিশ, র‍্যাব, বিজিবির যারা গুলি করে মানুষ হত্যা করেছে, তারা চিহ্নিত ও গ্রেপ্তার হয়নি।

৪। প্রশাসনের যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে সেসকল সচিব, ডিসি, এসপিরা গ্রেপ্তার হয়নি।

৫। পুলিশ ও প্রশাসনের কোন সংস্কার হয়নি। এখনো তদবির বাণিজ্য, ঘুষ, দুর্নীতি সবই চলছে।

৬। যে এনএসআই, ডিজিএফআই আইনাঘর বানিয়েছে, ৩টা অবৈধ নির্বাচন করেছে, গুম-খুন করেছে, সেই গোয়েন্দা সংস্থার ন্যূনতম সংস্কার ও দোষীরা শাস্তির আওতায় আসেনি।

৭। গত ১৬ বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের ক্যাডার যারা শিক্ষক হিসেবে ও অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকেছে তারা বহাল তবিয়তে।

৮। ১৬ বছরে যারা অবৈধ নিয়োগ পেয়েছে, তারা চাকরিচ্যুত হয়নি।

৯। যে মিডিয়া হাসিনার তোষামোদি করতো, যে সাংবাদিকরা হাসিনার ফ্যাসিবাদের সহযোগী, সেই গণমাধ্যমের কোন সংস্কার হয়নি।

১০। বিচারবিভাগ, সচিবালয়, বিভিন্ন দপ্তর ও সেক্টর এবং স্থানীয় প্রশাসনে আওয়ামী সেটাপ পুরোপুরি বহাল। সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়মনি।

১১। ব্যাক্তি সংস্কার বা জাতিকে কাউন্সিলিং করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ১৬ বছরে আমাদের প্রজন্ম ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে বেড়ে উঠেছে, তাদেরকে মেন্টাল কাউন্সিলিংয়ের কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

১২। শিক্ষা ও চিকিৎসাখাতের আমূল পরিবর্তনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

উপরিউক্ত পদক্ষেপগুলো গ্রহণ না করায় সমগ্র রাষ্ট্রযন্ত্রে ফ্যাসিবাদী ব্যবস্থা বিদ্যমান। শুধু হাসিনা দেশ ছেড়েছে, এটাই আমাদের একমাত্র প্রাপ্তি হতে পারেনা। নতুন রাষ্ট্র বিনির্মান করতে না পারলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর