এনসিপির কেন্দ্রীয় ৪ নেতা কক্সবাজারে , পিটার হাস আছেন সেখানে
আপডেট: ০৫ আগষ্ট ২০২৫ ৩:১৩ পিএম

কক্সবাজারে গেছেন জাতীয় নাগরকি পার্টির (এনসিপি) কেন্দ্রীয় চার নেতা। সেখান রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে এনসিপির নেতারা কক্সবাজারে পৌঁছান বলে জানা গেছে।
জাতীয় নাগরকি পার্টির (এনসিপি) কেন্দ্রীয় চার নেতা গেছেন কক্সবাজারে। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস রয়েছেন সেখান। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে এনসিপির নেতারা কক্সবাজারে পৌঁছান বলে জানা গেছে।
এদিকে বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে জুলাই ঘোষণাপত্র আজ বিকেল ৫টায় মানিক মিয়া এভিনিউতে ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানে আগতদের তল্লাশির পরে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। মঙ্গলবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উভয়পথে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত, আজ ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী। গত বছরের এই দিনে রক্তক্ষয়ী গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপরই গঠিত হয় অন্তর্বর্তী সরকার।
এআরএস
আপনার মূল্যবান মতামত দিন: