দেশ পুনর্গঠনের দায়িত্ব আবারো বিএনপিকেই নিতে হবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৫ ২১:০৮ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটাকে কাকতালীয় বলবো নাকি ভবিতব্য বলব জানি না। যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, অর্থনীতি ধ্বংস হয়ে যায় তখনই বিএনপির ওপর দায়িত্ব এসে পড়ে সেটিকে পুনর্গঠন করার। প্রতিটি সময়ে তাই ঘটেছে। আজ আবার হয়তো বা বিএনপিকেই সেই দায়িত্ব নিতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ ৭৮ যুবদলের পরিবারের সদস্যদের সম্মাননা ও উপহার দেওয়া হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান আমাদের যে পথ দেখাচ্ছেন, অর্থনীতি ও রাজনীতি সম্পর্কে তিনি দেশের সামনে যে স্বপ্ন তুলে ধরছেন তা শুনে আমার মার্টিন লুথার কিংয়ের সেই ঐতিহাসিক কথা ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ মনে হয়। সেই ড্রিম নিয়েই আমরা সামনে এগিয়ে যাবো এবং জয় করবো।

তিনি বলেন, এটাকে কাকতালীয় বলবো নাকি ভবিতব্য বলব জানি না। যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, অর্থনীতি ধ্বংস হয়ে যায় তখনই বিএনপির ওপর দায়িত্ব এসে পড়ে সেটিকে পুনর্গঠন করার। প্রতিটি সময়ে তাই ঘটেছে। আজ আবার হয়তো বা বিএনপিকেই সেই দায়িত্ব নিতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

দেশে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আজ দেশে অস্থিরতা তৈরি করার একটি ষড়যন্ত্র চলছে। যেন বাংলাদেশের গণতন্ত্র সঠিকভাবে প্রতিষ্ঠিত না হয়। বিএনপি, যুবদল, ছাত্রদল যতদিন টিকে থাকবে ততদিন গণতন্ত্রকে ধ্বংস করার কোনো শক্তি বাংলাদেশে দাঁড়াতে পারবে না।

অনুষ্ঠানের সভাপত্বিতের বক্তব্য যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিগত ১৫ বছরে ২৪ ঘন্টায় রাজনীতির মাঠে আন্দোলনে ছিলো। তারপর ধীরে ২৪ সালে ৫ই আগষ্ট স্বৈরাচার সরকারের পতন হয়।

অনুষ্ঠানে যুবদলের সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়নের সঞ্চালনায় ও যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপত্বিতে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া গণঅভ্যুথানে যুবদলের শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর