ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত শাহবাগ

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশ। দুপুর গড়াতেই নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে শাহবাগ চত্বর। সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে থাকেন ছাত্রদল নেতাকর্মীরা।
রোববার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে টিএসসির দিকে মুখ করে মঞ্চ নির্মাণ করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন এবং দুপুর ২টা থেকে মূল সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশের প্রস্তুতি ঘিরে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শাহবাগ থেকে কাঁটাবন, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি চিকিৎসাসেবার জন্য অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ দেয়া হচ্ছে।
সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ব্যান্ড ও ফেস্টুন পরে, দলের পতাকা হাতে নিয়ে মিছিল করে উপস্থিত হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। উল্লেখযোগ্য স্লোগানগুলোর মধ্যে রয়েছে- ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি।
বরিশাল থেকে আসা এক ছাত্রদল নেতা বলেন, ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ কার্যকর করাই আমাদের প্রধান দাবি। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে দেশবাসীকে মুক্তি দিয়েছি, এখন আমাদের নিরাপত্তা দরকার।’
রাজধানীর পল্লবী থেকে আসা জিয়া সাইবার ফোর্সের সদস্য ইয়াহিয়া কাজল বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতনের পর আজকের সমাবেশে অংশ নিতে পেরে আমি গর্বিত। আমরা আশা করি, তারেক রহমান ফিরে এসে দেশের হাল ধরবেন।’
গৌরনদী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ শুভ বলেন, ‘আজকের সমাবেশে তারেক রহমান ভাষণ দেবেন বলে আমরা আশা করছি। তার নির্দেশনা অনুযায়ী আগামী দিনের কর্মপন্থা ঠিক করব।’
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘অতীতে ছাত্ররাজনীতি কলুষিত ছিল। এখন আমরা একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।’
সমাবেশে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
তবে সমাবেশকে কেন্দ্র করে রাজধানীবাসীকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। মালিবাগ থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ রাসেল বলেন, ‘রাস্তা বন্ধ থাকায় শিশুকে নিয়ে ঘুরপথে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসেছি। ফেরার পথে হেঁটে মৎস্য ভবন পর্যন্ত আসতে হচ্ছে, এরপর গাড়ি পেলে বাসায় ফিরব।’
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: