ফাঁসি, গুম-খুন করে ইসলামী আন্দোলন নিশ্চিহ্ন করা যায় না: এটিএম আজহার

নিউজ ডেস্ক প্রকাশিত: ০২ আগষ্ট ২০২৫ ২৩:০৮ পিএম

ফাঁসি হত্যা গুম খুন করে ইসলামী আন্দোলন নিশ্চিহ্ন করা যায় না, পক্ষান্তরে ইসলামী আন্দোলন আরো বেগবান হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।

শনিবার বিকালে পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্র মিলনায়তনে সদর উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম আজারুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের নৈতিকতায় পরিপূর্ণ থাকতে হবে। সংসার পরিচালনায় আয়-ব্যয়ের হিসাব হালাল-হারাম বিবেচনায় করতে হবে। ব্যক্তির চরিত্র উন্নত হলে দলীয়ভাবে সামগ্রিক নেতাকর্মীর চরিত্র উন্নত হবে।

তিনি বলেন, আমি ফাঁসির জন্য প্রস্তুত ছিলাম, সবার কাছ থেকে বিদায়ও নিয়েছিলাম। কিন্তু আল্লাহতায়ালার ইচ্ছাই আমার ফাঁসি কার্যকর হয়নি। আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক।

তিনি আরো বলেন, জামায়াত নেতাকর্মীরা ফাঁসির ভয়ে দেশত্যাগ করেননি, বরং নিশ্চিত সাজা শাস্তির কথা জেনেও মীর কাসেম আলী দেশে ফিরে এসেছিলেন। ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না।

এটিএম আজহার বলেন, ইসলাম বিদ্বেষী ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার লক্ষ্যে আমাদের সিনিয়র নেতাদের ফাঁসি দিয়েছেন, কারাগারে নির্যাতনের মাধ্যমে হত্যা করেছেন, তবুও কোনো নেতাকর্মী আত্মসমর্পণ করেননি।

জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর