‘সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীন না রাখলে মেধার মূল্যায়ন হবে না’

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫ ২২:০৭ পিএম

চাকরির নিয়োগে স্বচ্ছতা, বৈষম্যহীনতা এবং মেধার যথাযথ মূল্যায়নের দাবিতে গড়ে ওঠা জুলাই আন্দোলন থেকেই শুরু হয়েছে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা– এমন মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

সোমবার (২৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, মেধার মূল্যায়ন করতে ও দলীয়করণ দূর করতে পিএসসি ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবশ্যই নির্বাহী বিভাগ থেকে স্বাধীন রাখতে হবে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের সূচনা হয়েছে একটি ন্যায্য রাষ্ট্র ব্যবস্থার প্রত্যাশা থেকে। যেখানে চাকরি পাওয়ার ক্ষেত্রে ঘুষ, তদবির কিংবা দলীয় পরিচয়ের বদলে প্রকৃত মেধা ও যোগ্যতা নির্ধারক হবে।

সাদিক কায়েম হুঁশিয়ার করে বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে যদি রাষ্ট্রকাঠামোর সংস্কার না হয় তাহলে শহীদদের কুরবানি বৃথা যাবে।

তিনি মনে করেন, এই আন্দোলন নিছক একটি চাকরির দাবিতে সীমাবদ্ধ নয়; এটি এক নতুন রাষ্ট্রচিন্তার সূচনা, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও প্রশাসনিক সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর