এক ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি: এনসিপি

নিউজ ডেস্ক প্রকাশিত: ২২ জুলাই ২০২৫ ২৩:০৭ পিএম

এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান থাকা নিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা মনে করি, একটি ব্যক্তির কাছে সব ধরনের ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি। তাই আমরা তিনটি ভূমিকায় তিনজন ভিন্ন ব্যক্তি থাকার পক্ষে। তবে বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যমতে পৌঁছেছি যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন, তবে তিনি দলীয় প্রধান হবেন না।

মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের ১৭তম দিনের সংলাপ শেষে এ কথা বলেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে আখতার হোসেন বলেন, বিচার বিভাগকে বাধ্যতামূলকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অংশ করার আগের সংবিধান সংশোধনীর ফর্মুলা থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে একটি কমিটি গঠনের প্রস্তাবে আমরা একমত পোষণ করেছি।

তিনি বলেন, এই কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে, যারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে মনোনয়ন দেবেন।

আখতার হোসেন বলেন, ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের মাধ্যমে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার যে প্রস্তাব ছিল, তা থেকে সরে এসে এখন আলাদা আলাদা কমিটি বা বডির কথা বলা হচ্ছে। তথ্য কমিশন, মানবাধিকার কমিশন এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে বাদ দেওয়া হয়েছে — এতে আমাদের উদ্বেগ আছে।

একটি স্বাধীন এবং একক নিয়োগ বডি গঠনের ধারণা থেকে কেন সরে আসা হলো, সেই প্রশ্ন রেখে আখতার হোসেন বলেন, এত পরিবর্তনের মাধ্যমে আমরা কি আবার দলীয় নিয়োগভিত্তিক পুরনো পদ্ধতির দিকে ফিরে যাচ্ছি? এনসিপি’র পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে দলীয় কর্তৃত্ব মুক্ত, স্বাধীন ও সমন্বিত নিয়োগ পদ্ধতি নিশ্চিত করতে হবে এবং তা অবশ্যই সংবিধানের আওতাভুক্ত হতে হবে। সংবিধানের বাইরে রেখে কোনো নিয়োগ কাঠামো পরিচালনা সম্ভব নয়।’

সংলাপের ধারাবাহিকতায় ভবিষ্যত বৈঠকগুলোতে এসব বিষয়ে আরও গভীর ও বিস্তারিত আলোচনা হবে--এমন আশা প্রকাশ করে তিনি বলেন, আজকের বৈঠকের শুরুতেই আমরা গতকাল মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করেছি এবং আহতদের সুস্থতা কামনা করেছি। আমরা আশা করি, ভবিষ্যতের বাংলাদেশে এমন দুর্ঘটনা এড়িয়ে গিয়ে নিরাপদ জীবন ও মানবিক রাজনীতির ধারা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর