দু-একটা দলের কারণে জুলাই সনদ থেমে থাকবে না: বুলবুল

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫ ১৮:০৭ পিএম
আপডেট: ১৯ জুলাই ২০২৫ ৭:০৮ পিএম

আর যেন নতুন করে ফ্যাসিবাদের সৃষ্টি না হয় তার জন্য জুলাই সনদে স্বাক্ষর করার জন্য সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, এক-দুটি দলের কথায় জুলাই সনদ থেমে থাকবে না।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে এ কথা বলেন তিনি।

নূরুল ইসলাম বুলবুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এদেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ এবং ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি, একটি রাজনৈতিক দল সনদ ও ঘোষণাপত্রে স্বাক্ষরের বিষয়ে বিরূপ মন্তব্য করেছে। এটি গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি বলেন, জুলাই সনদ হচ্ছে আমাদের জুলাই-আগস্ট আন্দোলনের ত্যাগ এবং কোরবানি, যে শহীদ এবং আহত তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের সাংবিধানিক ভিত্তি রচনার জন্য জুলাই সনদ আমাদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে। এই গণঅভ্যুত্থানের যে চেতনা ছিল সেটি হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ, চেতনা ছিল ন্যায়বিচারের বাংলাদেশ। চেতনা ছিল আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সুতরাং সেই চেতনাকে ধারণ করে, আগামী দিনে সুখী সমৃদ্ধশালী ও একটি মানবিক ন্যায়বিচারের বাংলাদেশের রূপরেখা জুলাই সনদের মধ্যে সংরক্ষিত করতে হবে। ছাত্রসমাজ শিক্ষক কর্মকর্তা কর্মচারী আলেম-ওলামা স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জুলাই আন্দোলনের প্রবাসী যারা অবদান রেখেছেন তাদেরকেও সম্পৃক্ত করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত রয়েছেন নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাড. মোয়াযযম হোসাইন হেলাল ও অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন ও মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত ও ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মাদ দেলাওয়ার হোসেনসহ অন্যান্য নেতারা।

এছাড়া জুলাই আন্দোলনে শহীদ পরিবার, আহত জুলাইযোদ্ধা, আবরার ফাহাদের বাবা, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর